ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

বিসিএস নন-ক্যাডারে সুপারিশ পেলেন যারা (তালিকা)

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৪  
আপডেট :
 ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৩

বিসিএস নন-ক্যাডারে সুপারিশ পেলেন যারা (তালিকা)

৩৭তম ও ৩৯তম বিশেষ বিসিএস (ডাক্তার) থেকে নন-ক্যাডারে নিয়োগের নতুন তালিকা সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার কমিশন সভায় ২ বিসিএস থেকে নন-ক্যাডারের ফলাফল প্রকাশ করা হয়।

এর মধ্যে ৩৭তম বিসিএস নন-ক্যাডার থেকে ১৬৭ জন এবং ৩৯তম বিশেষ বিসিএস থেকে ৫৬৪ জনকে নিয়োগের সুপারিশ করা হবে বলে জানা গেছে।

৩৭তম তালিকা দেখতে ক্লিক করুন

বলা হয়েছে, নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০১০ (সংশোধিত বিধিমালা-২০১৪) বিধান অনুযায়ী সংশ্লিষ্ট নিয়োগ বিধিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের বিসিএসে অর্জিত মেধাক্রম ও সংশ্লিষ্ট পদের/পদসমূহের নিয়োগবিধির শর্তের ভিত্তিতে বুধবার অনুষ্ঠিত কমিশনের বিশেষ সভায় ৫৬৪ জন প্রার্থীকে ৩৯তম বিসিএস নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে কমিশন সুপারিশ করেছে।

৩৯তম তালিকা দেখতে ক্লিক করুন

আগামী এপ্রিলের প্রথমদিকে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তবে তার আগে মার্চে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা (ঐচ্ছিক) শুরুর চিন্তা-ভাবনা করছে পিএসসি।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত