ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

গাড়িতে আরও বেশি জ্বালানি তেল পাবেন সচিবরা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ২০:০১

গাড়িতে আরও বেশি জ্বালানি তেল পাবেন সচিবরা

সচিবদের জন্য বরাদ্দ করা গাড়ির জ্বালানি তেলের প্রাপ্যতা বাড়িয়েছে সরকার। আগে এই কর্মকর্তারা সর্বোচ্চ ১৮০ লিটার পেট্রোল বা ২৭০ ঘনমিটার সিএনজি পেতেন। নতুন নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রোল বা ৩৫৮ ঘনমিটার গ্যাস পাবেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সার্বক্ষণিক গাড়ি প্রাধিকারপ্রাপ্ত সরকারের সিনিয়র সচিব/সচিব এবং সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তাদের জন্য সরকারের বরাদ্দ করা গাড়ির বিপরীতে জ্বালানি তেল/সিএনজির প্রাপ্যতা সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রোল/অকটেন অথবা ৩৫৮ ঘনমিটার সিএনজি পুনর্নির্ধারণ করা হলো।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম হায়াতুল্লাহ গণমাধ্যমকে বলেন, ১৯৯৫ বা এরও আগে জ্বালানি তেলের প্রাপ্যতার হার নির্ধারণ করা হয়েছিল। তখনকার তুলনায় ঢাকার যানজট অনেক বেড়েছে। সচিবরাই তো সবাই ঢাকায়ই থাকেন। যানজটের কারণে বেশি জ্বালানি তেল খরচ হয়।

এর আগে ২০১৯ সালে মাঠ প্রশাসনের কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে ব্যবহারের জন্য জ্বালানি তেলের প্রাপ্যতা সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রোল বা ৩৫৮ ঘনমিটার সিএনজি করা হয়।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত