ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

৫ টাকার ইনজেকশন ৫০ টাকায় বিক্রি, জরিমানা ৬ হাজার টাকা

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৮

৫ টাকার ইনজেকশন ৫০ টাকায় বিক্রি, জরিমানা ৬ হাজার টাকা

চুয়াডাঙ্গায় ৫ টাকার ইনজেকশন ৫০ টাকায় বিক্রি করার অপরাধে চুয়াডাঙ্গা হাসপাতাল রোডের আমিন ফার্মেসীতে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ সাদিকুর রহমান।

জানা যায়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি অসুস্থ এক রোগীর স্বজনের কাছে ৫ টাকার ইজিয়াম ইনজেকশন ৫০ টাকায় বিক্রি করে হাসপাতাল মোড়ের আমিন ফার্মেসি। এ ঘটনায় আমিন ফার্মেসীর প্রতারণার ঘটনাটি জানতে পেরে সোমবার সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমিন ফার্মেসীকে ৬ হাজার টাকা জরিমানা করেন।

প্রসঙ্গত, চুয়াডাঙ্গা পৌর সভার ইলেকট্রিশিয়ান ফার্ম পাড়ার শান্ত গত রোববার রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকের পরামর্শে সদর হাসপাতালের সামনে আমিন ফার্মেসিতে ওষধ কিনতে যান রোগীর এক স্বজন। ওই সময় আমিন ফার্মেসি থেকে ইজিয়াম ইনজেকশ ৫০ টাকায় কেনেন তারা। পরে খোঁজ নিয়ে রোগীর স্বজনরা জানতে পারেন ৫ টাকার ইনজেকশন তাদের কাছে ৫০ টাকা নেওয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত