ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

শিল্পের অবদান সার্বজনীন: পররাষ্ট্রমন্ত্রী

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৩  
আপডেট :
 ২২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৬

শিল্পের অবদান সার্বজনীন: পররাষ্ট্রমন্ত্রী

জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে শুরু হলো ‘মুজিব শতবর্ষ’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী।

শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. এম আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, ‘শিল্পের অবদান সার্বজনীন। ছোট্ট ধারার মধ্যে অতি শক্তিশালী প্রকাশ এবং তার প্রভাব বিদ্যমান। প্রদর্শনীর প্রতিটি ছবির নিজস্ব আঙ্গিক ও আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তবে দুই দেশের সংস্কৃতির ঐতিহ্য এবং মেলবন্ধন প্রায় একই। সেদিক থেকে উভয় দেশের মধ্যে বন্ধুপ্রতীম সম্পর্ক আরো দৃঢ় করতে শিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।’

আয়োজকদের উদ্দেশ্য পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই চিত্রপ্রদর্শনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে উৎসর্গ করায় আয়োজকদের ধন্যবাদ জানাই।’

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত