ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বাবাকে হত্যা: ছেলেসহ ৪ জনের মৃত্যুদণ্ড

  টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৮

বাবাকে হত্যা: ছেলেসহ ৪ জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে ছেলের হাতে বাবা খুনের মামলায় ছেলেসহ চার জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

রোববার দুপুরে টাঙ্গাইলের ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ফেরদৌস এই রায় দেন।

দণ্ডিতরা হলেন, মির্জাপুর উপজেলার ভাংগুড়ি দক্ষিণপাড়া এলাকার নিহত আওয়ালের ছেলে আসাদুজ্জামান মিয়া (৪২), মীরকুটিয়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে জহিরুল ইসলাম, নাগরপুর উপজেলার ভারড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে লুকিমুদ্দিন (৪০) ও একই গ্রামের জসীম উদ্দিনের ছেলে মান্নান (৪০)।

মামলা সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ৩০ জুলাই রাতে আসাদুজ্জামান মিয়া ও তার তিন সহযোগীকে নিয়ে বাবা আব্দুল আওয়ালকে (৭০) গলাকেটে হত্যা করে। ঘটনার পরদিন সকালে নিহতের বোন ঝুলেখা বেগম ভাগ্নিকে কলেজে নিয়ে যাওয়ার জন্য নিহতের বাড়িতে আসে। কিন্তু বাড়িতে কারো কোন সাড়া-শব্দ না পাওয়ায় ঘরের ভেতর গিয়ে ভাইয়ের গলাকাটা লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় মির্জাপুর থানার এসআই শ্যামল কুমার দত্ত ২০১৩ সালের ১ আগষ্ট বাদী হয়ে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে দণ্ডিত চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত