ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫০ মিনিট আগে
শিরোনাম

‘সালাম দিলি না কেন’ বলেই অফিসারকে মারধর

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৪  
আপডেট :
 ২৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:২৫

‘সালাম দিলি না কেন’ বলেই অফিসারকে মারধর

লালমনিরহাটে এলজিইডি’র এলসিএস মনিটরিং অফিসার খন্দাকার আব্দুর রাজ্জাককে মারধরের অভিযোগ উঠেছে সিঙ্গিামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমজি মোস্তফার বিরুদ্ধে।

সোমবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে এ মারধরের ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, আমি উপজেলা পরিষদ গেটে দাঁড়িয়ে ছিলাম। এ সময় সিঙ্গিমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম জি মোস্তফা এসে আমাকে বলতে থাকে 'ওই বেয়াদব আমি নামাজ পড়ি, তুই আমাকে সালাম দিলি না কেন।' এ বলেই আমাকে তার সাথে থাকা তার ভাই ও একজন ইউপি সদস্য মারধর করতে থাকে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করেন।

তিনি বলেন, চিকিৎসা শেষে আমার উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সিঙ্গিমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম জি মোস্তফা।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, বিষয়টি ইউএনও মহোদয়কে ফোনে অবগত করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন ও উপজেলা প্রকৌশলী নজীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত