লালমনিরহাটে সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২০, ১৬:৩৭

কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলামকে মধ্যরাতে গ্রেপ্তার করে নির্যাতন ও আদালত বসিয়ে সাজা দেয়ার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।
|আরো খবর
রোববার সকালে জেলার মিশন মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে জেলা প্রশাসকের বিচার দাবি করেন।
প্রবীণ সাংবাদিক ড. শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুর রব সুজন, আহমেদুল ইসলাম মুকুল, খোরশেদ আলম সাগর, সুলতান হোসেন, মাজেদ মাসুদ, আসাদুজ্জামান সাজু, নিয়াজ আহেম্মদ শিপন, শরিফুল ইসলাম রতন, মিজানুর রহমান দুলাল, ইলিয়াস বসুনিয়া পবন, জাহাঙ্গীর আলম শাহীন, হেলাল কবির প্রমুখ।
বাংলাদেশ জার্নাল/এসকে