ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

নীল আকাশে বিমান দিয়ে ১০০ অঙ্কন

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৭ মার্চ ২০২০, ১৭:৩৮

নীল আকাশে বিমান দিয়ে ১০০ অঙ্কন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলার নীল আকাশে বিমান দিয়ে একশ এঁকে উড্ডয়ন শৈলী প্রদর্শন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার আকাশে একশ লিখে উড়ে বঙ্গবন্ধুর সমাধিতে একশত সালাম প্রদর্শন করে বিমান বাহিনীর বিমানগুলো।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিকনির্দেশনায় বিমান বাহিনী এ উড্ডয়ন শৈলী প্রদর্শন করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষির্কী উদযাপনে উচ্ছ্বাসিত ও আনন্দিত বাংলার আকাশ ও বাতাস। ১০টা ৩৫ মিনিট পর্যন্ত চলে এ উড্ডয়ন।

এতে বাংলাদেশ বিমান বাহিনীর কে-৮ডব্লিউ (K-8W) ও পিটি-৬ (PT-6) বিমানের সমন্বয়ে এই মনোমুগ্ধকর প্রদর্শনীতে ফর্মেশন ফ্লাইং-এর মাধ্যমে যোগ হয় নতুন মাত্রা।

বিমান বাহিনীর উড্ডয়ন শৈলী প্রদর্শনী দেখতে ভীর করেন দর্শনার্থীরা। কেউ কেই সড়কের পাশে, বাড়ির সঙ্গে উঠে দাঁড়িয়ে দেখেছেন। যারা এই দৃশ্য দেখেছেন তারাও দেখে আনন্দিত হয়েছেন। কেউ কেউ নিজের মোবাইর ফোন দিয়ে ছবি তুলেছেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত