ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

বরিশালে অর্থ আত্মসাৎসহ ২৪ মামলার আসামি গ্রেপ্তার

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৩ মার্চ ২০২০, ১৯:২৫  
আপডেট :
 ২৩ মার্চ ২০২০, ১৯:২৮

বরিশালে অর্থ আত্মসাৎসহ ২৪ মামলার আসামি গ্রেপ্তার

বরিশালের বিভিন্ন জনের কাছ থেকে প্রতারণা করে দেড় কোটি টাকা আত্মসাৎ করে ৫ বছর পালিয়ে থাকা এবং ৯ মামলায় সাজাপ্রাপ্ত ও ১৫ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি আবুল আহসান লিটুকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের পর সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

লিটু বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা নুরিয়া স্কুল সংলগ্ন মোনাসেফ হাওলাদারের ছেলে।

কোতোয়ালী মডেল থানর সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ রাসেল জানান, ৫ দিন সিলেটে অবস্থানকালে লিটুর সন্ধানের জন্য বিভিন্ন সময়ে নানা ধরণের রূপ ধারণ করে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হয়। সর্বশেষ ২১ মার্চ রাতে লিটুর অবস্থান নিশ্চিত হয়ে সিলেটের জিন্দাবাজারের একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে লিটুকে বরিশাল নিয়ে আসা হয়।

তিনি আরো জানান, লিটু দীর্ঘ ৫ বছর যাবত প্রতারণার মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করে সিলেটে বসবাস করে আসছিলেন। এছাড়াও লিটু ৯ মামলার সাজাপ্রাপ্ত এবং ১৫ মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী। সোমবার আদালতের মাধ্যমে লিটুকে কারাগারে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত