ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

খাদ্য সহায়তা দিলেন আওয়ামী লীগ নেতা

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২০, ২১:১৭

খাদ্য সহায়তা দিলেন আওয়ামী লীগ নেতা

গোপালগঞ্জে করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে জেলা প্রশাসকের কাছে দুইশ' প্যাকেট খাদ্য সহায়তা দিয়েছেন জেলা আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার বাবলা।

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতুর হাতে এসব খাদ্য সহায়তা তুলে দেয়া হয়।

প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক বোতল সয়াবিন তেল, একটি সাবান, একটি মাস্ক ও একটি লিফলেট রয়েছে।

খাদ্য সহায়তা প্রদানকালে এনডিসি মাহাবুবুর রহমান, গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য এসএম নজরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এর আগে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে নিজ উদ্যোগে শহরজুড়ে জীবানুনাশক ওষুধ স্প্রে করেছেন তিনি। সেইসাথে সাধারণ মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ডগ্লাবস বিতরণ করেন।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার বাবলা বলেছেন, করোনা পরিস্থিতিতে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। অনেক অসহায় মানুষ আছে, যাদের ঘরে পর্যাপ্ত খাবার নেই। সেসব মানুষের পাশে দাঁড়াতে আমি জেলা প্রশাসকের ত্রাণ ভাণ্ডারে সামান্য খাদ্য সহায়তা প্রদান করেছি। সমাজের বিত্তবানের এসব অহসায় মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, করোনা পরিস্থিতিতে মানবিকতার টানে যে কেউ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে। আমাদের কাছে কোন বিত্তবান ব্যক্তি খাদ্য সহায়তা পৌঁছে দিলে আমরা তা প্রশাসনের লোক দিয়ে অসহায় গরীব মানুষদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিব।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত