ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

রূপগঞ্জে দূরত্ব বৃত্ত তৈরি করে খাদ্যসামগ্রী বিতরণ

  রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ১৮:০৮  
আপডেট :
 ৩১ মার্চ ২০২০, ১৮:৩৬

রূপগঞ্জে দূরত্ব বৃত্ত তৈরি করে খাদ্যসামগ্রী বিতরণ

রূপগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আনছার আলী। মঙ্গলবার সকালে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় ৮ম দিনের মতো ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে এ খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করেন তিনি।

এদিন তিনি ইউনিয়নের ৯০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও হাত ধোয়ার সাবান বিতরণ করেন।

এ সময় আনছার আলী বলেন, মানুষ মানুষের জন্য । ধনীরা সবাই এ বিপদে এগিয়ে আসতে হবে। ধৈর্য, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে একযোগে সবাইকে এই প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে।

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র কেউ যেন না খেয়ে না থাকে, সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে। রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আব্দুল মতিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. মোহন মিয়া, আল আমিন লিটন, আওয়ামী লীগ নেতা নবী হোসেন ও মুরাদ হাসানসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত