ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ইট-গোখাদ্য দিয়ে তৈরি হয় হলুদ গুঁড়া!

  বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ০১ এপ্রিল ২০২০, ১৯:০২

ইট-গোখাদ্য দিয়ে তৈরি হয় হলুদ গুঁড়া!

সারাদেশে করোনাভাইরাস নিয়ে যখন সবাই ব্যস্ত, এই সুযোগে বগুড়ার শিবগঞ্জ উজেলা সদর ইউনিয়নের শহরতলীতে এক অসাধু ব্যবসায়ী ভেজাল খাদ্য তৈরিতে ব্যস্ত। গোখাদ্য ও ইটের গুঁড়া দিয়ে ভেজাল হলুদের গুঁড়া তৈরি করছিলো তারা।

খবর পেয়ে শিবগঞ্জ উপজেরা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলমগীর কবির ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছেন। এ সময় দুই জনকে ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়। পরে কারখানাটি বন্ধ করে দেয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- বেড়াবালা আকন্দপাড়া গ্রামের মোসলেম আকন্দর ছেলে পুটু মিয়া (৩৮) এবং গনেশপুর গ্রামের রেজাউল করিমের ছেলে মামুনুর রিশিদ (২০)।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির এ প্রতিবেদক-কে বলেন, ভেজাল খাদ্য তৈরির অপরাধে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে ২ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভেজাল হলুদ তৈরির কারখানাটি বন্ধ করে দেয়া হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত