ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন পুলিশ সুপার

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ১৬:২৫

দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন পুলিশ সুপার

করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়া দিনমজুর, ভ্যান চালক ও নিম্ন আয়ের দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।

গত কয়েক দিন ধরে পুলিশ লাইনে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা তুলে দেন পুলিশ সুপার। এরপর পুলিশের কর্মকর্তারা সাতটি থানার অন্তগত বিভিন্ন গ্রামের দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার জন্য এসব খাদ্যসামগ্রী নিয়ে যান।

ওয়ার্ড পর্যায়ে তালিকা প্রস্তত করে এসব ত্রাণ সামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আটা, লবণসহ অন্যান্য সামগ্রী।

এ ব্যাপারে মিরপুর থানার ওসি আবুল কালাম বলেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতের নির্দেশনায় করোনাভাইরাসের কারণে ঘরে থাকা অসহায় দুস্থ ও দরিদ্র পরিবারকে খুঁজে বের করে তাদের খাদ্য সামগ্রী মিরপুর উপজেলার ১৩টি ইউনিয়নসহ পৌর এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত