ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি, ৫০ বাড়ি লকডাউন

  গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২০, ২০:১৮

করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি, ৫০ বাড়ি লকডাউন

গোপালগঞ্জে করোনা সন্দেহে এক নারীকে (২৮) ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই নারীর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে।

এ ঘটনায় সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে ওই নারীর বাড়িসহ আশপাশের অন্তত ৫০ বাড়ি লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ জানান, মঙ্গলবার ওই নারী শরীরে করোনার নানা উপসর্গ নিয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আসেন ও আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। এ সময় তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়াসহ অন্যন্য উপসর্গ চিকিৎসকদের কাছে সন্দেহজনক হলে, সেখানে তার নমূনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয় ও সেখানে ভর্তি করা হয়। ওই নারী করোনার উপসর্গসহ ফুসফুসে পানি জমেছে বলে চিকিৎসকরা ধারনা করছে।

গত কয়েক দিনে চিকিৎসকসহ যারা ওই নারীর সংস্পর্শে এসেছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান খান বলেন, করোনাভাইরাস যাতে ছড়িয়ে না পরে সেজন্য ওই নারীর বাড়িসহ আশপাশের অন্তত ৫০ বাড়ি লকডাউন করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত