ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

‘বিদেশে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনা হবে’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২০, ১৫:৫০  
আপডেট :
 ০৯ এপ্রিল ২০২০, ১৬:০০

‘বিদেশে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনা হবে’

করোনাভাইরাস পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া বাংলাদেশিদের যেকোনো মূল্যে ফেরত আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের যে দুর্দশা সৃষ্টি হয়েছে, তা লাঘব করার চেষ্টা করছে সরকার। এ বিষয়ে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছি।

তিনি বলেন, করোনা ভাইরাসের মধ্যেও যেসব দেশ আমাদের প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করছে, আমরা তাদের চিঠি লিখে ধন্যবাদ জানাবো।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের ফিরতে আগ্রহী প্রবাসীদের কীভাবে ফিরিয়ে আনা যায় সেটি নিয়েও আলোচনা হয়েছে। তবে ভারত থেকে আনা খুবই ডিফিকাল্ট। সেখানে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন চলছে। লকডাউন শেষে আনা যেতে পারে।

বৈঠকে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত