ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

করোনার উপসর্গ নিয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

  সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২০, ১৯:০৬

করোনার উপসর্গ নিয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ইটভাটা শ্রমিক খায়রুল ইসলামের (৫৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়ি লকডাউন করা হয়েছে। খায়রুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে।

ইউপি সদস্য মিজানুর রহমান জানান, খায়রুল ইসলাম একজন ভ্যানচালক। তিনি চট্টগ্রামের একটি ভাটায় কাজ করতেন। গত ২৬ এপ্রিল তিনিসহ পাঁচজন বাড়িতে ফেরেন। কোন কোয়ারেন্টাইন মানতেন না। নিজের ইচ্ছামত চলাফেরা করতেন।

তিনি জানানা, গলাব্যথা, জ্বর ও পাতলা পায়খানাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ায় স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিতেন খায়রুল। মঙ্গলবার রাত একটার দিকে নিজ বাড়িতেই তিনি মারা যান।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, খায়রুল ইসলামের বাড়ি লকডাউন করা হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, দেরিতে মৃত্যুর খবর পাওয়ায় নমুনা সংগ্রহ না করেই মেডিকেল টিম বুধবার সকাল ১১টায় ঘটনাস্থলে গিয়ে লাশ দাফনের অনুমতি দিয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত