ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

করোনা চিকিৎসাদের থাকা-খাওয়ায় ৭ আবাসিক হোটেল

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০২ মে ২০২০, ১৮:৪৭

করোনা চিকিৎসাদের থাকা-খাওয়ায় ৭ আবাসিক হোটেল

ব‌রিশা‌লে ক‌রোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চি‌কিৎসক, নার্স ও টেকনোলজিস্টসহ সং‌শ্লিস্টদের উন্নত পরিবেশে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে বরিশালের তারকা মানেরসহ অভিজাত ৭টি আবাসিক হোটেল বরাদ্দ করা হয়েছে।

হোটেলগুলো হলো বান্দ রোডের হোটেল গ্র্যান্ডপার্ক, সদর রোডের সেডোনা, হোটেল আলী ও অ্যারিনা, কাঠপট্টি রোডের এ্যাথেনা, আমতলা মোড়ের হোটেল ইস্টার্ন এবং পোর্টরোডের হোটেল রোদেলা।

জেলা প্রশাসক এসএম অ‌জিয়র রহমান জানান, করোনা আক্রান্তদের চিকিৎসাসহ সংশ্লিস্ট কাজে নিয়োজিত চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তার জন্য তাদের আলাদা বসবাস করতে হচ্ছে। এ জন্য তারা পরিবার থেকে দূরে থাকছেন। এতে যাতে তারা মানসিকভাবে সতেজ থাকেন, সে জন্য তিন তারকা মানেরসহ নগরীর অভিজাত ৭টি আবাসিক হোটেল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব হোটেলে তাদের খাবার ব্যবস্থাও রয়েছে।

গত শুক্রবার রাত পর্যন্ত তিন তারকা মানের গ্র্যান্ড পার্কে ১০ জন এবং হোটেল সেডোনায় ২৭ জন চিকিৎসক ও নার্স উঠেছেন। পর্যায়ক্রমে অন্যান্য হোটেলগুলোতে উঠবেন সশ্লিস্ট অন্যান্য চিকিৎসক ও নার্সসহ অন্যান্যরা।

করোনা চিকিৎসায় নিয়োজিত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ১০০ চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টকে আপাতত থাকা খাওয়ার জন্য ভালো মানের হোটেলের ব্যবস্থা করায় খুশি তারা।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত