ঢাকা, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

পাবনার আইনজীবীদের ভার্চুয়াল আদালত বর্জন করে বিক্ষোভ

পাবনার আইনজীবীদের ভার্চুয়াল আদালত বর্জন করে বিক্ষোভ

তথ্য প্রযুক্তি জ্ঞান স্বল্পতা এবং বিভিন্ন সমস্যার কারণ দেখিয়ে পাবনার আইনজীবীরা ভার্চুয়াল আদালত বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাবনা আইনজীবী সমিতির সভাপতি মোঃ সাহাবুদ্দিন সবুজের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ভার্চুয়াল পদ্ধতিতে আদালত পরিচালনা করতে হলে সংশ্লিষ্ট আইনজীবীর বাসভবনে ইন্টারনেট সংযোগ, স্মার্ট ফোন, ল্যাপটপ, স্ক্যানার মেশিন ও নিরবিচ্ছিন্ন বিদুৎ থাকা জরুরি। এমতাবস্থায় আইনজীবীদের তাৎক্ষণিকভাবে এসব সরঞ্জাম কেনার মত সামর্থ অনেকরই নেই।এেছাড়া ভার্চুয়াল পদ্ধতি সম্পর্কে ৯৯ শতাংশ আইনজীবীর কোন জ্ঞান ও প্রশিক্ষন না থাকায় আদালত কার্যক্রমে আইনজীবীরা অংশ গ্রহন না করার সিদ্ধান্ত নেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সম্পাদক অ্যাডভোকেট ইতি হোসেন স্বপ্না, প্রাক্তন সম্পাদক অ্যাডভোকেট আবদুল আহাদ বাবু, অ্যাডভোকেট আহসান হাবিব হাসান প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত