ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

দৌলতদিয়া-পাটুরিয়ায় আজও ফে‌রি চলাচল বন্ধ

  রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০২০, ১৬:৫৬

দৌলতদিয়া-পাটুরিয়ায় আজও ফে‌রি চলাচল বন্ধ

ক‌রোনাভাইরা‌সের সংক্রমণ ঠেকা‌তে দ‌ক্ষিণ-প‌শ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌরু‌টে আজও বন্ধ র‌য়ে‌ছে ফে‌রি চলাচল। এতে ক‌রে দৌলত‌দিয়া প্রান্তে দি‌য়ে নদী পার হ‌তে আসা যাত্রী ও পণ্যবাহী যানবাহ‌নের চালকরা প‌ড়ে‌ছেন চরম বিপা‌কে।

বুধবার সকা‌লে দৌল‌তদিয়া প্রা‌ন্তে দেখা যায়‌নি কোন ট্রা‌কের সি‌রিয়াল। ত‌বে যাত্রী পারাপার নিয়ন্ত্র‌ণে নৌ পু‌লিশকে ঘাট এলাকায় দ্বা‌য়িত্ব পালন কর‌তে দেখা‌গে‌ছে।

এদি‌কে পণ্যবা‌হী ট্রাক পারাপা‌রে রা‌তে সীমিত আকা‌রে ফে‌রি চল‌লেও ভোর থে‌কে তা বন্ধ করে দি‌য়ে‌ছে বিআইড‌ব্লিউ‌টি‌সি কর্তৃপক্ষ। ত‌বে জরুরি যানবাহন এ্যাম্বু‌লেন্স পারাপা‌রে চালু রাখা হয়েছে। সে সু‌যো‌গে কিছু যাত্রী নদী পারাপার হচ্ছেন।

অপর‌দি‌কে ঈদ মৌসুম হওয়ায় গত ক‌য়েক‌দিনে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টের উভয় ঘা‌টে যাত্রী‌দের উপ‌চেপড়া ভিড় লক্ষ্য করা গে‌ছে। এ‌ সময় সামা‌জিক দূরত্ব মান‌তে দেখা যায়নি যাত্রী‌দের। পাশাপা‌শি চাপ বে‌ড়ে যায় ব্য‌ক্তিগত ছোট গাড়ির। এ‌তে ক‌রে ক‌রোনা সংক্র‌ম‌ণের ঝুঁকি দেখা দেয়।

এর ফলে বিআইড‌ব্লিউ‌টি‌সি কর্তৃপক্ষ দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরুটে গতকাল সকাল থে‌কে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয়। এছাড়া গত ২৬ মার্চ থে‌কে এ রু‌টে বন্ধ র‌য়ে‌ছে লঞ্চ চলাচল ও গণপরিবহন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, বিআইডব্লিউটিসি উদ্ধর্তন কর্তৃপ‌ক্ষের নি‌র্দে‌শে এ রু‌টে ফে‌রি চলাচল বন্ধ র‌য়ে‌ছে। রা‌তে পণ্যবাহী যানবাহন পারাপার ক‌রে ভো‌রে আবার তা বন্ধ ক‌রে দেয়া হ‌য়ে‌ছে। ত‌বে জরুরি এ্যাম্বু‌লেন্স পারাপা‌রে দুইট ফে‌রি চলাচল কর‌ছে। আজ ঘা‌টে কোন চাপ নেই মানুষ বা যানবাহনের।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত