ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

পুলিশ সেজে ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ২৮ মে ২০২০, ১৩:৪৮  
আপডেট :
 ২৮ মে ২০২০, ১৩:৫২

পুলিশ সেজে ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশ সেজে ধান বীজ ও টাকা ছিনতাই মামলার প্রধান আসামি হাফিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানা পুলিশ। হাফিজুল ইসলাম উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার সাবেক ইউপি সদস্য মৃত খলিলুর রহমানের পুত্র।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, বৃহস্পতিবার ভোরে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হবে। মামলার অপর আসামি দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত শনিবার (২৩ মে) নীলফামারী জেলার সৈয়দপুর থেকে বিভিন্ন ধানের বীজ ক্রয় করে লালমনিরহাট ফিরছিলেন হাতীবান্ধা উপজেলার সানিয়াজান এলাকায় ব্যবসায়ী শাহাদাত হোসেন। পথে পুলিশ কর্মকর্তা সেজে কয়েকজন ব্যক্তি শাহাদাতের নগদ ৮ হাজার ৫শ' ও বিকাশে ১৮ হাজার টাকা জোরপূর্বক আদায় করে। গাড়ি থেকে দেড় লক্ষ টাকার ধান বীজও নামিয়ে নেয় বলে অভিযোগ ব্যবসায়ী শাহাদাতের।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত