ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বন্যার পানিতে ডুবে প্রাণ হারালেন দুইজন

  জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ০৩ জুলাই ২০২০, ১৮:০৫

বন্যার পানিতে ডুবে প্রাণ হারালেন দুইজন
প্রতীকী ছবি

জামালপুরে বন্যার পানিতে ডুবে জিসান নামে ২ বছর বয়সী শিশু ও কমল মিয়া নামক ৫৫ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর পৌনে ১টায় পৌর এলাকার কাগমারী গ্রামে শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু কাগমারী গ্রামে ইজাদ আলীর ছেলে।

শিশুটির বাবা ইজাদ আলী জানান, দুপুরে জিসান বাড়ির উঠানে খেলাতে খেলতে সকলের অগোচরে বাড়ির পাশে বন্যার পানি পড়ে যায়। আশপাশে খোঁজাখুঁজির পর পানিতে ভেসে উঠলে লাশ উদ্ধার করে স্থানীয়রা।

শিশু জিসানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।

অন্যদিকে, সকালে ক্ষেতে যাবার সময় একটি খালের পানিতে পড়ে নিখোঁজ হন কৃষক কমল মিয়া। দুপুরে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত কৃষক বেড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল ইসলাম জানান, বেড়া গ্রামের কৃষক কমল মিয়া সকালে ক্ষেতে যাওয়ার সময় বন্যার পানিতে নিমজ্জিত একটি খালে পড়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে দুপুরে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত