ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

ক্ষুধায় মারা গেলো বাঘটি!

  খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুলাই ২০২০, ১৭:১১

ক্ষুধায় মারা গেলো বাঘটি!

সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের আওতাধীন আন্দারমানিক ক্যাম্প এলাকায় একটি পূর্ণ বয়স্ক মাদী বাঘের মৃত্যু হয়েছে। শুক্রবার বাঘটি মারা যায়। বনবিভাগের দাবি, পায়ের গোড়ালিতে ক্ষতের কারণে শিকার করতে না পেরে ক্ষুধায় বাঘটির মৃত্যু হয়েছে।

সোমবার সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত বাঘটির বয়স ১৪ বছর। এর দৈর্ঘ্য ৭ ফুট ও উচ্চতা ৩ ফুট।

বনবিভাগ জানায়, বাঘটির মৃত্যুর খবর শুনে শনিবার সেখানে যায় বনবিভাগের লোকজন। বাঘটির ময়নাতদন্ত করে ফরেনসিক রিপোর্টের জন্য নমুনা সংগ্রহ ও চামড়া ছাড়ানো হয়। এরপর বাঘটির মরদেহ ক্যাম্পের পাশেই মাটিচাপা দেওয়া হয়।

উল্লেখ্য, খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের উপকূল থেকে ১ কিলোমিটার গভীরে আন্দারমানিক ক্যাম্পটির অবস্থান।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত