ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

ময়ূর-২ লঞ্চের চালক শিপন ও শাকিল গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২০, ১২:৪৫  
আপডেট :
 ১৫ জুলাই ২০২০, ১৩:১২

ময়ূর-২ লঞ্চের চালক শিপন ও শাকিল গ্রেপ্তার
ফাইল ছবি

বুড়িগঙ্গায় লঞ্চ দুর্ঘটনা মামলার পলাতক দুই আসামি ময়ূর-২ লঞ্চের চালক শিপন হাওলাদার ও শাকিলকে সূত্রাপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। বুধবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশের পুলিশ সুপার ফরিদুল ইসলাম জানান, সকাল সাড়ে দশটার দিকে সূত্রাপুর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজন ময়ূর-২ লঞ্চের ইঞ্জিন চালক বা সহকারি।

উল্লেখ্য, গত ২৯ জুন সকালে পুরান ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় এমভি ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মনিং বার্ড-২ যাত্রী নিয়ে ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দুইতলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগমুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

মনিং বার্ডকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয়ার সময় ময়ূর-২ লঞ্চের মূল মাস্টার নয়, একজন শিক্ষানবিশ চালাচ্ছিলেন বলে অভিযোগ উঠে।

লঞ্চডুবির ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে সাতজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় গত রোববার রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লাকে গ্রেপ্তার করে র‍্যাব।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত