ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

মেঘনায় বালুবোঝাই বাল্কহেড ডুবি, নিখোঁজ ১

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২০ জুলাই ২০২০, ১৫:৪৫

মেঘনায় বালুবোঝাই বাল্কহেড ডুবি, নিখোঁজ ১

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীতে একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় ৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও জাহান শরীফ (৫০) নামে একজন নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকৃতরা হলেন, বাল্কহেড মালিক দুখু মিয়া (৪৫), আক্তার হোসেন (২৮), জনি (২৬) ও হুমায়ুন (৩১)।

তাদের ১জনের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চরকিশোরগঞ্জে, বাকি ৪ জন বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

উদ্ধারকৃতদের সাথে কথা বলে জানা যায়, সোমবার ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাধীন চরকিশোরগঞ্জ থেকে বাল্কহেডে বালি বোঝাই করে তারা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ষোলআনী গ্রামে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে বাল্কহেডটি মেঘনা নদীর ইসমানীচর এলাকায় আসলে ঢেউয়ের তোড়ে ডুবে যায় বাল্কহেডটি।

এসময় বাল্কহেডে থাকা মালিকসহ ৫ আরোহীর মধ্যে ৪জনকে উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ হন।

খবর পেয়ে নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে গজারিয়া কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বাল্কহেড ও শ্রমিকের কোন সন্ধান পাওয়া যায়নি।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত