ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

শিমুলিয়ায় আরও এক ফেরিঘাট পদ্মায় বিলীন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২০, ১৩:৩৪  
আপডেট :
 ০৬ আগস্ট ২০২০, ১৩:৩৭

শিমুলিয়ায় আরও এক ফেরিঘাট পদ্মায় বিলীন

মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়াঘাটে পদ্মা নদীর তীব্র স্রোতে বিলীন হয়ে গেছে শিমুলিয়ার ৪ নম্বর ফেরি ঘাট। সেই সাথে ভাঙ্গনে বিলীন হওয়ার পথে দুই নম্বর ঘাটও।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ফেরি ঘাটটি নদীগর্ভে বিলীন হয়ে যায়।

এদিকে দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচলা বন্ধ করে দিয়েছে ঘাট কতৃপক্ষ। ভাঙন এখনো চলমান রয়েছে।

এ নিয়ে ৯ দিনের ব্যবধানে দ্বিতীয় দফা ভাঙনে শিমুলিয়ার ৪টি ফেরিঘাটের মধ্য দুটি ঘাট বিলীন হলো।

এর আগে গত ২৮ জুলাই স্রোতের কারণে ভেঙে যায় ৩ নং রো রো ফেরিঘাট।

বিআউডাব্লউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, বুধবার রাত আড়াইটার দিকে ভাঙন শুরু হয়। এর মধ্যেই ৪ নং ফেরিঘাটসহ অ্যাপ্রোচ সড়ক ও ঘাটের কয়েকশ ফিট জায়গা নদীতে বিলীন হয়ে গেছে।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত