ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৫ মিনিট আগে
শিরোনাম

দুর্ভোগ কমছে না বানভাসিদের

  রাজবাড়ী প্রতি‌নি‌ধি

প্রকাশ : ০৮ আগস্ট ২০২০, ১৭:১৮  
আপডেট :
 ০৮ আগস্ট ২০২০, ২০:৩৮

দুর্ভোগ কমছে না বানভাসিদের

রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ১৬ সেন্টিমিটার কমেছে। শনিবার গোয়ালন্দের দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে ১৬ সে.মি. পানি কমে বিপদসীমার ৪০ সে.মি. পর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজবাড়ীতে পদ্মার পানি কমতে শুরু করেছে কয়েকদিন যাবৎ। তবে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় এখনও বানভাসি মানুষদের বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে আছে। এখনও কমেনি পদ্মা পারের বানভাসি মানুষের দুর্ভোগ। রান্নাবান্না, গবাদিপশু ও শিশু-বাচ্চাদের নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। দীর্ঘ সময় পানি থাকায় হাত-পায়ে ঘাসহ বিভিন্ন রোগে ভুগছেন বানভাসিরা। সবকিছু তলিয়ে যাওয়ায় আয়-রোজগার বন্ধ হয়ে অনেক কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে দুর্গতদের।

বাড়িঘর থেকে পানি না নামায় তাদের কষ্ট দিন দিন বেড়েই চলেছে। নষ্ট হয়ে গেছে বাড়ি ঘরসহ সবকিছু। বাড়ি ঘরে পানি থাকায় অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকে। হাজার হাজার বিঘা জমির ফসল তলিয়ে নষ্ট হয়ে গেছে বন্যার পানিতে। চারিদিক তলিয়ে যাওয়ায় বানভাসিরা নিজেদের ও গবাদিপশুর খাদ্য সঙ্কটে পড়েছে।

বন্যার পানি বেশি দিন স্থায়ী হওয়ায় ভোগান্তির কমছেই না তাদের। অনেক স্থানে এখনও সরকারি ত্রাণ পাননি বানভাসি এসব মানুষ। কাজকর্ম না থাকায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে দুর্গত এলাকার বাসিন্দাদের।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত