ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

কলেজে পড়া হলো না জীমের

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২০, ১৩:৫৭

কলেজে পড়া হলো না জীমের
প্রতীকী ছবি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার যবসেন সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহসানুল হক জীম (১৬) নিহত হওয়ায় কলেজের পড়ার স্বপ্ন শেষ হয়ে গেলো।

জীম যবসেন গ্রামের ত্রাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল হক পাইকের ছেলে। সে এ বছর এসএসসি পাশ করেছে। বৃহস্পতিবার দুপুরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন আহত অপর মোটরসাইকেল চালক সৌরভ বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা নিহত জীমের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল চারজন ছিটকে সড়কের পাশে গাছের ওপর আছড়ে পড়ি।

তিনি বলেন, গুরুতর আহতাবস্থায় জীমকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে সে মারা যায়। আমাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল জানান, দুর্ঘটনার পর নিহত জীম শের-ই বাংলা মেডিকেলে মারা যাওয়ার বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ দেয়নি। তারপরও আমাদের পক্ষ থেকে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত