ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

চুুয়াডাঙ্গায় প্রতারক চক্রের ৭ সদস্য আটক

  চুুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:২২

চুুয়াডাঙ্গায় প্রতারক চক্রের ৭ সদস্য আটক

চুুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ব্যাংক, পোষ্ট অফিসসহ বিভন্ন স্থানে অভিনব কায়দায় ছিনতাইকারী দলের ৭ সদস্যকে আটকসহ ২ লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশ ছিনতাইকারী দলের ৭ সদস্যকে দেশের বিভিন্ন জেলা থেকে আটক করে শনিবার চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করেছে।

আটকৃতরা হলো সিরাজঞ্জ জেলার সদর থানার ছোট আড়িয়া গ্রামের মৃত আসম মন্ডলের ছেলে আব্দুস সালাম বাঙাল (৬৫), যশোর জেলার সদর থানার তপশীডাঙ্গা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে মোশারফ হোসেন বাবু (৬৩), ভয়নগর থানার চেংগুটিয়া গ্রামের মৃত চাঁন আলীর ছেলে মোস্তফা মোল্লা (৬০), মন্ডলগাতী গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে নায়পব আলী, মৃন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বাড়ইখালি গ্রামের মৃত শামসুল হকের ছেলে মোশারফ হোসেন (৫৫) ঠাকুরগাঁও জেলার সদর থানার মৃত আব্দুস সালামের ছেলে সেলিম হোসেন (৫০)।

চুুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, গত ২৫ আগষ্ট দামুড়হুদা ইপজেলার মজলিশপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে সাইদুর রহমান চুয়াডাঙ্গা শহরের সদর থানার সামনের ইসলামী ব্যাংক থেকে ৬ লাখ টাকা তুলে নিচে নিজ মটর সাইকেলে টাকার ব্যাগ রেখে মটর সাইকেলে উঠতে গেলে প্রতারক চক্রের সদস্যরা তার মোটরসাইকেলের পাশে কৌশলে কতগুলি ৫শ' টাকার নোট ফেলে দিয়ে বলে আপনার টাকা পড়ে গেছে ঠিক তখন সাইদুর টাকা তুলতে গেলে প্রতারক চক্রের সদস্যরা তার টাকার ব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

এঘটনায় থানায় অভিযোগ হলে পুলিশ গত ২৫ আগষ্ট থেকে অভিযান চালিয়ে দেশের বিভন্ন জেলা থেকে প্রতারক চক্রের ৭ সদস্যকে আটকসহ নগদ ২ লক্ষ টাকা উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, বাকি টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং খুব শীঘ্রই ৪ লক্ষ টাকা উদ্ধার হবে।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত