ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

পদ্মায় ১১টি ড্রেজার জব্দ করে বিকল, আটক ৩

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪১  
আপডেট :
 ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৪

পদ্মায় ১১টি ড্রেজার জব্দ করে বিকল, আটক ৩

পাবনার সুজানগরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে চালানো এ অভিযানে বালু উত্তোলনের কাজ ব্যবহৃত ১১ টি ড্রেজার জব্দ করে বিকল করে দেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী জেলার ওরাকান্দা এলাকার স্বপন হোসেন (২৮), ফরিদপুর জেলার গুরুদিয়া এলাকার মোঃ ওমর আলী (৪৫) ও বোয়ালমারী গ্রামের বিল্লাল হোসেন (৩০)।

প্রশাসন সূত্র জানায়, সুজানগর উপজেলার নাজিরগঞ্জ, মানিকহাট ও সাতবাড়ীয়া ইউনিয়নের পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজকে আটক করা হয়। এসময় ১১ টি ড্রেজার জব্দ করে বিকল করে দেওয়া হয়।

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আলী জানান, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত