ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

পাঁচ লাখ পিস ইয়াবাসহ আটক ৭

  কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৪

পাঁচ লাখ পিস ইয়াবাসহ আটক ৭

কক্সবাজারের টেকনাফ সংলগ্ন গভীর সমুদ্র থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ ৭ জনকে আটক করেছে কোস্টগার্ড।

রোববার ভোররাতে টেকনাফের বড়বিল থেকে ২৫ থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে এ অভিযান চালানো হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, আব্দুস শুকুর (২৮) মো জাহিদ হোসেন (৩৫) আবদুল মোনাফ (৪৫) নুর আলম (৪১) মো. আমান উল্লাহ (৩৩) মো. মহরম আলী (৫০) আব্দুল পেডাম (২৩)। তারা সবাই টেকনাফের বাসিন্দা।

কোস্টগার্ড এর মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক জানান, কোস্টগার্ডের সদস্যরা গোপন সূত্রে জানতে পারে যে, ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে আসতে পারে।

এর প্রেক্ষিতে বঙ্গোপসাগরে কোস্টগার্ড সদস্যের একটি দল অবস্থান নেয়। কিছুক্ষণ অবস্থানের পর কোস্টগার্ডের সদস্যরা একটি কাঠের ট্রলার আসতে দেখলে থামার সঙ্কেত দেন।

ইয়াবা পাচারকারীরা সঙ্কেত না মেনে পালিয়ে যাচ্ছিলো। পরে কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করে ট্রলারসহ ৭ জন পাচারকারীকে আটক করে। এরপর কাঠের ট্রলারটি তল্লাশি করে ৫ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত