ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

সরকার ব্যবসায়িক উদ্দেশ্যে গণস্বাস্থ্যের কিট অনুমোদন দেয়নি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৫:০১  
আপডেট :
 ২২ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪১

সরকার ব্যবসায়িক উদ্দেশ্যে গণস্বাস্থ্যের কিট অনুমোদন দেয়নি

সরকার ব্যবসায়িক উদ্দেশ্যে গণস্বাস্থ্যের কিটের অনুমতি দেয়নি বলে মন্তব্য করেছন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ড সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী। মঙ্গলবার ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্র আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

করোনার সম্মুখ সারীর যোদ্ধাদেরকে শ্রদ্ধা ও তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র সারা দেশের ৩০ কেন্দ্রে ১ মিনিট অবিরাম করতালির কর্মসূচি আয়োজন করে।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এই সরকার ব্যবসায়ীদের সরকার। তাই আমাদের অ্যান্টি-বডি এবং অ্যান্টি-জেন কিট প্রস্তুত থাকার পরও সরকার তা অনুমোদন না দিয়ে আমদানির অনুমোদন দিয়েছে। এটি ব্যবসায়ীক উদ্দেশ্যে।’

সরকারের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্র কিটের অনুমতি চেয়ে আর আবেদন করবো না। তবে সরকার যদি নিজে অনুমোদন দেয় তাহলে জি কে কিট সরবরাহ করবো কিন্তু সরকার এখনো ভুল নীতিতে চলছে। তারা সময় মত করোনার ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দেয়নি!’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘কিট উন্নয়নে গণস্বাস্থ্য কেন্দ্রের ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে। কিন্তু সরকার অনুমোদন দেয়নি। এর উদ্দেশ্য শুধুই ব্যবসায়ীক। আর এখন বিদেশ থেকে আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সরকার ব্যবসায়ীক সরকার বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিরপেক্ষ মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হবে। এই সরকার যা ইচ্ছে তাই করছে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন জিকে’র পরিচালক মোহাম্মদ শওকত আলী।

বাংলাদেশ জার্নাল/কেএস/কেআই

  • সর্বশেষ
  • পঠিত