ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

সাভারে দগ্ধ ২ জনের মৃত্যু

  সাভার প্রতিনিধি

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১:২৪

সাভারে দগ্ধ ২ জনের মৃত্যু
ফাইল ছবি

সাভারে গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিকের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় হাবিবুর নামে আরো এক শ্রমিক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

নিহতরা হচ্ছেন- গোপালগঞ্জের ফরিদ আহমেদ এবং কুষ্টিয়ার হৃদয়। তারা সবাই ভাড়া বাড়িতে থেকে টাইলস মিস্ত্রির কাজ করতেন।

সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, নিহত টাইলস মিস্ত্রি ফরিদ ও হাবিব হেমায়েতপুরের মোল্লাপাড়ার একটি বাসার ভাড়াটিয়া। বুধবার ভোরে গ্যাসের লিকেজ থেকে তাদের ঘরে আগুন ধরে যায়। এতে তারা তিনজনই দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুইজন মারা যান।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোরে উঠে রান্না করার সময় চুলা জ্বালাতে গেলে গ্যাসের লিকেজ থেকে আগুন ধরে গেলে তারা দগ্ধ হন। গ্যাসের লাইনটি বৈধ না-কি অবৈধ তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত