ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সাপের কামড়ে প্রাণ গেলো কলেজছাত্রীর

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৫  
আপডেট :
 ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৩

সাপের কামড়ে প্রাণ গেলো কলেজছাত্রীর
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে সানজিদা সুলতানা রিপা (১৮) নামের এক কলেজছাত্রী সাপের কামড়ে মারা গেছেন। শুক্রবার গভীর রাতে তাকে সাপ দংশন করে এবং শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রিপা ইক্ষু গবেষণা কেন্দ্রের (এসআরটিআই) কর্মচারী আব্দুস সোবহানের মেয়ে ও ঈশ্বরদী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

নিহত রিপার ভাই শাহিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তারা সাপটি দেখেননি বলে জানান।

শাহিন হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ইক্ষু গবেষণা কেন্দ্রে তাদের আবাসিক কোয়ার্টারে এ ঘটনা ঘটে। ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তার বোন রিপাকে কামড় দেয়।

তিনি আরো জানান, গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে এ্যান্টিভেনম ভ্যাকসিন না থাকায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে (রামেক) শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যান্টিভেনম না থাকার বিষয়টি স্বীকার করেন।

পাবনা জেনারেল হাসপাতালের কনসালট্যান্ট ও বিএমএ পাবনার সেক্রেটারি ডা. আকসাদ আল মাসুর আনন জানান, পাবনায় কিছুদিন হলো রাসেল ভাইপারসহ কিছু বিষাক্ত প্রজাতির সাপের উপদ্রব বেড়েছে। হাসপাতালগুলোতে এন্টিভেনম ইনজেকশন থাকলে কিছু প্রাণ হয়ত রক্ষা পেত। তারা তাদের সংগঠনের পক্ষ থেকে এ ব্যাপারে ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান।

রিপার অকাল মৃত্যুতে তার স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বাংলাদেশ জার্নাল/এনকে

  • সর্বশেষ
  • পঠিত