ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

নতুন অতিরিক্ত সচিবদের ৮৪ জনই পুরনো দপ্তরে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২০:২৮

নতুন অতিরিক্ত সচিবদের ৮৪ জনই পুরনো দপ্তরে

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া ৯৮ কর্মকর্তার মধ্যে ৮৪ জনকে আগের দপ্তরেই পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তারকেও আগের পদেই নিয়োগ করা হয়েছে।

জনপ্রশাসনের ৯৮ জন যুগ্ম-সচিবকে সম্প্রতি অতিরিক্ত সচিব করা হয়। পদোন্নতির পর এদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। নিয়মানুযায়ী তারা অতিরিক্ত সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেন। পরবর্তীতে তাদের পদায়ন করে আদেশ জারি করা হয়।

বর্তমানে প্রশাসনে ৬১১ অতিরিক্ত সচিব রয়েছেন, যদিও স্থায়ী পদ রয়েছে ১৩০টি। এজন্য পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বেশিরভাগকেই আগের দপ্তরেই পদায়ন করা হয়।

আরও পড়ুন: অতিরিক্ত সচিব হলেন ৯৮ কর্মকর্তা

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত