ঢাকা, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

গাজীপুরে জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে

  গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ অক্টোবর ২০২০, ০০:০৭  
আপডেট :
 ১১ অক্টোবর ২০২০, ০০:৪২

গাজীপুরে জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা করে শনিবার রাত পৌনে ১০টার দিকে নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, উপজেলার উলুসারা এলাকায় এফবি ফুডওয়্যার লিমিটেড নামের একটি জুতা তৈরি কারখানা আছে। সেখানে জুতার সুল তৈরি করা হয় এবং একপাশে জুতা তৈরির কেমিকেল রাখা হয়েছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই কেমিকেল থেকে বিকাল সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাতা হয়। এ সময় ওই ভবনে থাকা শ্রমিকরা দৌড়ে বেরিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর, গাজীপুর, সাভার ইপিজেড, কাশিমপুরসহ আশপাশের পাঁচটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কালিয়াকৈর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. কবিরুল ইসলাম জানান, আগুনের সঠিক কারণ এখনই বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, কেমিকেল থেকে আগুনের সূত্রপাতা হয়। এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন- গাজীপুরে জুতা কারখানায় আগুন

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত