ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

৩৭তম স্প্যানে দৃশ্যমান সাড়ে ৫ কিলোমিটার

  মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২০, ১৭:১৭  
আপডেট :
 ১২ নভেম্বর ২০২০, ১৭:৩৭

৩৭তম স্প্যানে দৃশ্যমান সাড়ে ৫ কিলোমিটার
ফাইল ছবি

পদ্মা সেতুর ৯ ও ১০ নম্বর ‘টু-সি’ পিলারের ওপর ৩৭তম স্প্যান বসানো হয়েছে। এতে দৃশ্যমান হয়েছে সেতুর সাড়ে ৫ কিলোমিটারেরও বেশি (৫ হাজার ৫৫০ মিটার)।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে দেশি-বিদেশি প্রকৌশলীদের চেষ্টায় সফলভাবে স্প্যানটি বসানো হয়।

গত ৬ নভেম্বর মাওয়া প্রান্তের ২ ও ৩ নম্বর খুঁটির ওপর ১-বি নামের ৩৬তম স্প্যানটি বসানো হয়েছিল। এর আগে অক্টোবর মাসে চারটি স্প্যান বসানো হয়।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ দ্বিতল সেতুটির ৪১ স্প্যানের মধ্যে বাকি থাকল আর চারটি স্প্যান।

ডিসেম্বরের ১০ তারিখের মধ্যেই এ চারটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। যার দুইটি স্প্যান নভেম্বর মাসেই স্থাপন করার কথা।

বাকি চারটি স্প্যানের মধ্যে ৩৮তম স্প্যান (স্প্যান ১-এ) বসবে ১৬ নভেম্বর ১ ও ২ নম্বর খুঁটিতে। ২৩ নভেম্বর ১০ ও ১১ নম্বর খুঁটিতে ৩৯তম স্প্যান (স্প্যান ২-ডি) বসবে, ২ ডিসেম্বর ১১ ও ১২ নম্বর খুঁটিতে ৪০তম স্প্যান (স্প্যান ২-ই) এবং ১০ ডিসেম্বর সর্বশেষ ৪১তম স্প্যান (স্প্যান ২-এফ) ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর বসার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত