ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

এমপির নারীবিরোধী বক্তব্য প্রত্যাহারের দাবি জাসদের

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২০, ১৭:২৭  
আপডেট :
 ২৪ নভেম্বর ২০২০, ১৭:২৯

এমপির নারীবিরোধী বক্তব্য প্রত্যাহারের দাবি জাসদের

জাতীয় সংসদের বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিমের নারীবিরোধী বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

এতে বলা হয়, জাতীয় সংসদে গত ১৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ (সংশোধন) বিল-২০২০ এর উপর আলোচনায় অংশ নিয়ে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিমের নারী বিদ্বেষী বক্তব্যের নিন্দা এবং এ বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার দাবি জানাচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, জাতীয় সংসদে তেঁতুল তত্ত্বের পক্ষে ওকালতি তথা নারী স্বাধীনতা, নারীর স্বাধীনভাবে চলাফেরা, নারীর জীবিকা অর্জনের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, নারীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান শুধু দুঃখজনকই নয় জাতীয় সংসদের জন্য চরম অবমাননাকরও বটে।

উক্ত সংসদ সদস্যকে সংসদ ও জাতির সামনে তার কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বাধ্য করার জন্য জাতীয় সংসদের স্পীকার ও হুইপদের প্রতি আহবান জানানো হয় ওই বিবৃতিতে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত