প্রকাশ : ৩০ নভেম্বর ২০২০, ১৮:৪২
কুষ্টিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি-ছিনতাই
কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
|আরো খবর
সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।
আটককৃতরা হলেন ঢাকার সাভার এলাকার আরিফুল ইসলাম, নোয়াখালী জেলার কালামিয়ার গ্রামের খোকন মিয়া ওরফে জামাল মিয়া ও রাজবাড়ী সদরের কোলারহাট এলাকার হারুন ওরফে বাবু মিয়া।
ব্রিফিংয়ে পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, আটককৃতরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে সুযোগ বুঝে লোকজনকে জিম্মি করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ছিনিয়ে নিতেন অর্থ, স্বর্ণালংকারসহ মানুষের সম্পদ।
রোববার (২৯ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাতদলের তিন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দু’টি পিস্তল, ছুরি, ওয়াকিটকি, নগদ অর্থ ও মাদকসহ স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
বাংলাদেশ জার্নাল/এনকে