প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২০, ১৬:৪৩
একই ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু
লালমনিরহাটের কালীগঞ্জে একই ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ও দুপুরে বুড়িমারী রেলরুটের কালীগঞ্জ উপজেলার কাকিনা স্টেশনের শান্তিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
স্থানীয়রা জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে মারা যান একজন মানসিক প্রতিবন্ধী পথচারী। সকালে কাকিনা স্টেশন অতিক্রম করে বুড়িমারী মহাসড়ক ক্রসিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে।
ওই একই ট্রেন লালমনিরহাট অভিমুখে ফেরার পথে ঘটে আরেক দুর্ঘটনা। একই এলাকার কাকিনা স্টেশন অতিক্রম করে শান্তিগঞ্জ বাজারে এলে আরও একজন পথচারী কাটা পড়েন।
নিহতদের একজন ইমরান আলী কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের সাদেকুল ইসলাম রইসুলের ছেলে। প্রতিবন্ধীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি কালীগঞ্জ উপজেলার বাসিন্দা হতে পারেন বলে স্থানীয়দের ধারণা।
কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
বাংলাদেশ জার্নাল/এসকে