ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন চালু হচ্ছে ১৭ ডিসেম্বর

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২০, ১৪:২৩

চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন চালু হচ্ছে ১৭ ডিসেম্বর
ফাইল ছবি

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেললাইন চলতি মাসের ১৭ ডিসেম্বর চালু হবে।

রোববার সকালে সপ্তাহ ব্যাপী রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ-২০২০ উদযাপন উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন ও যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে রেলপথ মন্ত্রী এ কথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চিলাহাটি হলদিবাড়ি রেললাইনের উদ্বোধন করবেন।’

ট্রেনের সিডিউল বিপর্যয় প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমানে আমাদের আমাদের ট্রেনের সংখ্যা বেড়েছে কিন্তু ট্রেন লাইনের সংখ্যা বাড়ছে না। আমাদের ট্রেন লাইনগুলো বেশির ভাগই এক লাইনে চলাচল করে। ট্রেন লাইন গুলো যতদিন পর্যন্ত এক লাইন থেকে ডাবল লাইন না করা হবে ততদিন পর্যন্ত ট্রেনের সিডিউল বিপর্যয় এড়ানো যাবে না।’

রেলের যাত্রীসেবার মান এর বিষয়ে সুজন বলেন, ‘মানুষ রেলের প্রতি ধীরে ধীরে আগ্রহ বেড়েছে। সেবা নিয়েও তারা অসন্তুষ্ট নয়। তবে যাত্রীদের পরিপূর্ণ সেবা দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন ইতোমধ্যেই আমরা বিমানবন্দর স্টেশনে প্ল্যাটফর্ম উঁচু করেছি।একইসাথে কমলাপুর রেলস্টেশনে ও আমরা দুটি প্ল্যাটফর্ম মিটারগেজ ট্রেনের সমান উঁচু করব।’

এসময় একতা ট্রেনের যাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। তিনি বলেন, ‘৪-১০ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী রেলসেবা ও নিরাপত্তা সপ্তাহ-২০২০ উদযাপন করছে বাংলাদেশ রেলওয়ে। এর মাধ্যমে যাত্রীদের সেবা আরও বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। সেবা ও নিরাপত্তা সপ্তাহ পালনের উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে সাতটি এবং পশ্চিমাঞ্চলে ১১টি টাস্কফোর্স গঠন করা হয়েছে। নির্ধারিত উদ্বোধনী স্টেশন ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, সান্তাহার, ঈশ্বরদী, পার্বতীপুর ও লালমনিরহাট হতে সংশ্লিষ্ট সেকশনের দায়িত্বপ্রাপ্ত টাস্কফোর্সের কার্যক্রম পরিচালনা করছে।’

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো.শামসুজ্জামান, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক অপারেশন সরদার শাহাদত আলীসহ অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত