ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

আশুলিয়ায় অবৈধ ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২১, ০২:১৭

আশুলিয়ায় অবৈধ ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা

ঢাকার আশুলিয়ায় অবৈধ দুটি ইটভাটা ভেঙে দেওয়াসহ রাজু ব্রিকস নামে একটিকে ২০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দিনভর আশুলিয়ার তুরাগ নদীর তীরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

কাজী তামজীদ আহমেদ বলেন, পরিবেশ দূষণ ও অবৈধ ইটভাটা বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। রাজু ব্রিকস নামে একটি ভাটাকে ২০ লাখ টাকা জরিমানাসহ ভাটার কিছু অংশ ভেঙে দেওয়া হয়। তার পাশেই এবি ব্রিকসের মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি বলে জরিমানা না করে ভাটাটি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়।

ওই এলাকায় আরও কয়েকটি ইটভাটা রয়েছে। সেগুলোয়ও পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোসাব্বের হোসেন রাজীব।

আরও পড়ুন- চট্টগ্রাম থেকে অপহৃত শিশু টেকনাফে উদ্ধার

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত