ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

স্ত্রীসহ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২১, ২৩:২৫

স্ত্রীসহ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা
ফাইল ছবি

দুর্নীতি ও ঘুষ বাণিজ্যে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় সাড়ে ৩ কোটি টাকার সম্পদ অর্জনের দায়ে কুষ্টিয়ায় স্ত্রীসহ এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপসহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন এ মামলা দায়ের করেন।

মামলায় দুই অভিযুক্ত হলেন গাংনী থানার সাবেক ওসি এবং বর্তমানে রাঙামাটি জেলার পুলিশ বিশেষ প্রশিক্ষন কেন্দ্রে (পিএসটিএস) কর্মরত পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার (৫৩) এবং তার স্ত্রী কৃষ্ণা রানী অধিকারী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৬ সালের ৯ জানুয়ারি থেকে ২০১৯ সালের ২১ এপ্রিল সময়কালের মধ্যে বিভিন্ন সময় পুলিশ পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার আইন বহির্ভুত ও অবৈধ পন্থায় দুই কোটি ৮৭লক্ষ ৫৭হাজার টাকা এবং তার স্ত্রী কৃষ্ণা রানী অধিকারী ৩২ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুর্নীতি দমন কমিশন তদন্তে এ অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত পরিদর্শক হরেন্দ্রনাথ সরকার বলেন, এর আগে দুদক একটা তদন্ত করেছিলো। তবে মামলা হয়েছে সেটা আমার জানা নাই।

আরও পড়ুন- দুই স্ত্রীসহ দলিল লেখকের ১১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত