প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২১, ১৬:৩১
পিএসসির নতুন সদস্য জাহিদুর রশিদ
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসেবে জাহিদুর রশিদকে নিয়োগ দিয়েছে সরকার। এর আগে তিনি নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির নির্বাহী পরিচালক (প্রকৌশল) ছিলেন।
|আরো খবর
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া এর মধ্যে যে আগে ঘটে সেই সময় পর্যন্ত পিএসসির সদস্যের দায়িত্বে থাকবেন তিনি।
প্রসঙ্গত, জাহিদুর রশিদকে নিয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য সংখ্যা দাঁড়ালো।
বাংলাদেশ জার্নাল/এমএম