প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৫
যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ৭টায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলি সংলগ্ন মেঘনা নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
|আরো খবর
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, বিকেলে তুলাতলি সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/এনকে