প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪২
ভটভটির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে নির্বাচনী মালামাল বহনকারী একটি ভটভটির ধাক্কায় নাসির উদ্দীন (৪০) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
|আরো খবর
শনিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দীন সদর উপজেলার মাধাইনগর এলাকার আ. সবুরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যাটারিচালিত ভ্যানটি কয়েকজন যাত্রী নিয়ে শহরের দিকে আসছিলো। পথিমধ্যে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে পৌরসভার নির্বাচনী মালামাল বহনকারী একটি ভটভটি ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ভ্যান থেকে নাসির ছিটকে পড়ে গেলে ভটভটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান।
বাংলাদেশ জার্নাল/এনকে