ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

খেলার ছলে ইজিবাইকে প্রাণ হারাল শিশুটি

  দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ০৫ মার্চ ২০২১, ০০:০৬  
আপডেট :
 ০৫ মার্চ ২০২১, ০০:১১

খেলার ছলে ইজিবাইকে প্রাণ হারাল শিশুটি
নিহত সিফাত

কুমিল্লার দেবীদ্বারে খেলার ছলে ইজিবাইক চালাতে গিয়ে সিফাত নামে ৬ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় নিহত সিফাতের নানী তাকে বাঁচাতে গিয়ে মারাত্মক আহত হন।

বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামের লোহারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাকবলিত ইজিবাইকের চালক রাঘবপুরের লোহারপুল এলাকায় স্ট্যান্ডে ২ জন যাত্রীসহ ইজিবাইকটি রেখে চা খেতে পার্শ্ববর্তী দোকানে যান। এসময় গাড়ির চালককে ফাঁকি দিয়ে শিশুটি খেলার ছলে গাড়িতে উঠে ড্রাইভারের আসনে বসে এক্সেলেটর মোচর দিলে গাড়িটি দ্রুত গতিতে চলতে শুরু করে। তখন শিশুটি ভয় পেয়ে চিৎকার শুরু করলে তার নানী দৌড়ে গাড়িটির সামনে এসে গাড়িটি থামানোর চেষ্টা করেন। ইজিবাইটির গতি বেশি থাকায় তারা পার্শ্ববর্তী খালে পড়ে যায়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায় এবং তার নানী গুরুতর আহত হন।

পরে নানী পারভীন আক্তারকে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত শিশু সিফাত ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামের মো. ইমন মিয়ার ছেলে। সে তার নানা মো. সফিক মিয়ার রাঘবপুর গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল।

এ বিষয়ে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত