ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৬ মিনিট আগে
শিরোনাম

কুষ্টিয়ায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি

  কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ০৬ মার্চ ২০২১, ১০:২৭  
আপডেট :
 ০৬ মার্চ ২০২১, ১২:৪৫

কুষ্টিয়ায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি
ছবি- প্রতিনিধি

কুষ্টিয়ায় মালিবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনার কারণ খুঁজতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যে গঠিত তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ শাহীদূল ইসলাম।

পাকশি বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আশীষ কুমার মণ্ডলকে আহ্বায়ক করে ৪ সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে। এ তদন্ত কমিটিতে অন্য চার সদস্য হলেন- পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোহাম্মদ নাসির উদ্দিন, পাকশি বিভাগীয় প্রকৌশলী-১ বীরবল মণ্ডল, পাকশি বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এস এম রাজিব বিল্লাহ, পাকশি বিভাগীয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট রেজওয়ান উর রহমান।

উল্লেখ্য, শুক্রবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথে কুষ্টিয়া স্টেশন সংলগ্ন মিলপাড়া এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে রেলওয়ে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে।

শনিবার বিকেল নাগাদ এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত