ঢাকা, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

উত্তরাঞ্চলে ঝড় হাওয়া ও শীলাবৃষ্টি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২১, ০১:৫৯

উত্তরাঞ্চলে ঝড় হাওয়া ও শীলাবৃষ্টি
সংগৃহীত ছবি।

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কালবৈশাখীর তান্ডবে ঝড় বয়ে গেছে। একই সময়ে মুষলধারে বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে।

শুক্রবার দিনগত রাত ৯টার পর থেকে এই ঝড়ের প্রভাব শুরু হয়। কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া না গেলেও কোথাও কোথাও হালকা শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অফিস বলছে, এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৫ কিলোমিটার। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ বলেন, রাত ১১টা পর্যন্ত চলমান বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০ মিলিমিটার। ঝড়ের প্রভাবে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৫ কিলোমিটার।

এর আগে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত