ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

পাটুরিয়ায় অবৈধ বালু ব্যবসা, গ্রেপ্তার ৫

  মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২১ এপ্রিল ২০২১, ১৭:১০

পাটুরিয়ায় অবৈধ বালু ব্যবসা, গ্রেপ্তার ৫
ছবি প্রতীকী

মানিকগঞ্জ জেলার শিবালয়ের পাটুরিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিএ’র ফোরশোর এরিয়ায় অবৈধ বালু ব্যবসা মামলায় ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপজেলার উথুলী থেকে আসামি আমিনুর ইসলাম মিন্টু, মো. মানিক, মোন্তাজ উদ্দিন, পলাশ ও আলমগীরকে গ্রেপ্তার করে। পরে দুপুর ১২টার দিকে তাদের আদালতে পাঠানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হানিফ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে উথুলী এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ পাটুরিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিএ’র ফোরশোর এরিয়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসছিলেন মো. আমিনুর ইসলাম মিন্টু, মো. মানিক, মোন্তাজ উদ্দিন, পলাশ ও আলমগীর। গত ১৫ এপ্রিল বিআইডব্লিউটিএ’র আরিচা নদী-বন্দর শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদী হয়ে শিবালয় থানায় অবৈধভাবে বালু ব্যবসার অপরাধে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি পরে শিবালয় থানা থেকে জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত