ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

বরিশালে বাসদের ‘মানবতার বাজার’

  বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ০৬ মে ২০২১, ১৮:০৭

বরিশালে বাসদের ‘মানবতার বাজার’
ছবি- প্রতিনিধি

বরিশালে বাংলাদেশ সমাজতান্ত্রি দলের (বাসদ) আয়োজনে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে মানবতার বাজার। প্রথমদিন ৩শ’ দিনমজুর এই মানবতার বাজার থেকে সুবিধাভোগী হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় মাঠে এই বাজার চালু করা হয়। ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে চলবে এই বাজার।

জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী জানান, সমাজের নিম্নআয়ের ও খেটে খাওয়া মানুষের জন্য এই বাজারের আয়োজন করা হয়েছে। এর মধ্যেদিয়ে কিছু কিছু মানুষের মুখে হাঁসি ফুঁটানোর চেষ্টা করা হচ্ছে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই বাজার চলবে।

চাল, ডাল, তেল, শাক-সবজি, দুধ, আটা, চিনি ও সেমাইসহ ১০ ধরণের খাদ্যসামগ্রী রয়েছে এই বাজারে। যারা এই বাজার থেকে পণ্য নিতে চান, তাদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর বাসদ নেতৃবৃন্দের কাছে জমা দিতে হবে। পরে বাসদের পক্ষ থেকে ওই ব্যক্তিকে মুঠোফোনে নির্ধারিত দিনে মানবতার বাজারের পণ্য নিতে আহ্বান জানানো হয়। এই প্রক্রিয়ায় আগ্রহীরা এই বাজার থেকে পণ্য পাবেন।

বাংলাদেশ জার্নাল/এসকে

  • সর্বশেষ
  • পঠিত